September 26, 2023, 9:28 pm

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :

banner728x90

কলাপাড়ায় এবারের বৈশাখী উৎসবকে অন্যতম মনে করছেন দর্শনার্থীরা

কলাপাড়ায় এবারের বৈশাখী উৎসবকে অন্যতম মনে করছেন দর্শনার্থীরা

নীল রতন কুন্ডু নিলয়,বিশেষ প্রতিনিধি-বিডি ভয়েসঃ কলাপাড়া শহীদ মিনার প্রাঙ্গনে ৫ দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে কলাপাড়া উপজেলা প্রশাসন। এবারের বৈশাখী উৎসব টি ছিল অন্যতম যেটা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে বলে মনে করছেন দর্শনার্থীরা। সাস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুল-কলেজ ছাত্রছাত্রীরা,শিল্পী গোষ্ঠীসহ, শিল্পকলা একাডেমী সহ কলাপাড়ার উল্লেখযোগ্য ও স্বনামধন্য বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।ছিলো কলাপাড়া পৌর সভার আয়োজনে মেলার পঞ্চম দিন ‘মেয়র নাইটে’ দেশি বিদেশি সংগীত শিল্পীদের চোখ ধাঁধানো পরিবেশনা। মেলায় মিলেছে চটপটি, ফুচকা, কোলড্রিংস, আইসক্রিম, দেশীয় পিঠা পুলি, হরেক রকমের চা, ফাস্টফুড, ছিল বিনামূল্যে পানীয় জল খাবারের ব্যবস্থা।

বৈশাখী মেলা উদযাপন কমিটির সভাপতি ও কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার বলেন,মেলাটিকে সুষ্ঠু ও শান্তিপূর্ন রাখার জন্য এই পাঁচদিন আমি অক্লান্ত পরিশ্রম করেছি, মেলার কানায় কানায় ঘুরে দেখেছি কোন স্থানে কোন কোনধরনের সমস্যার আচ পেলেই আমি ছুটে গিয়েছি সেখানে। এবারের বৈশাখী মেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবারের মেলার অন্যতম আকর্ষণ ছিল একমাত্র মেয়েদের দ্বারা পরিচালিত মিলি বুটিক হাউস। বুটিক হাউজটির স্বত্বাধিকারী মিলি খান জানান আমার দোকানে থ্রিপিস শাড়ি অর্নামেন্ট সহ মেয়েদের সকল ধরনের আইটেম ও ছেলেদের টি সার্ট পাওয়া যাচ্ছে। আমি একটি মেয়ে হিসেবে গর্বিত এই ধরনের একটি স্টল মেলায় আনতে পেরে। মেলায় ঘুরতে আসা কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানের দর্শনার্থীরা জানান এবারের মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, সাজসজ্জা,মেলার পরিবেশ আমাদের খুব ভালো লেগেছে। অনেকে বলেন এবারের মেলাটি আমাদের খুব মনে ধরেছে, এবারের মেলায় আয়োজনে একটু অন্য ধরনের ছিলো যেখানে আধুনিকতার ছোঁয়া পাওয়া গেছে, নিরাপত্তার করাকরি লক্ষ করা গেছে।

পহেলা বৈশাখ প্রত্যুষে কলাপাড়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে মেলা প্রাঙ্গণে এসে রেলিটি শেষ হয়। পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে পাঁচই বৈশাখ পর্যন্ত পাঁচদিনব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো দুই একটি ভুল ত্রুটি ছাড়া তেমন কোনো গুরুতর সমস্যার কথা শোনা যায়নি এবারের মেলায়।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!