September 26, 2023, 10:52 pm
আমতলী পিভিএর সংবর্ধনা ও মতবিনিময় সভা
মো: মহসীন মাতুব্বর আমতলী প্রতিনিধি।।
৭০ শেকড়ের টানে মাতৃভূমির মাটির গন্ধ নিতে ৭০ বছর পর বরগুনার আমতলী এসে এসেছেন আমতলীর কৃতি সন্তান কলকাতার বিশিষ্ট কবি সাহিত্যক পবিত্র মুখোপাধ্যায়। তিনি ১২ ডিসেম্বর ১৯৪০ সালে পূর্ববাংলার বরগুনা জেলার আমতলীতে জন্মগ্রহণ করেন। পিতা- রোহিণী কান্ত মুখোপাধ্যায়। মাতা- যোগমায়া দেবী। সাত বছর বয়সে তার মা মারা যায়। এর পর থেকে তিনি মাসির কাছে মাতৃস্নেহে লালিতপালিত হন। ১৯৪৭ সালে দেশবিভাগের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ১৯৪৮ সালের শেষের দিকে মাত্র ১০ বছর বয়সে তিনি মাসির সাথে দেশ ত্যাগ করে কলকাতায় চলে যান। সেখানে তিনি খিদিরপুর একাডেমি ও সাউথ সুবার্বন স্কুলে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রী অর্জন করেন। ১৯৫২ সালে স্কুল পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ দর্পণে অনেক মুখ ‘ ১৯৬০ সালে প্রকাশিত হয়। অসংখ্য কাব্যগ্রন্থ ও প্রবন্ধ রচনার পাশাপাশি ১৯৫৭ সালে ‘ কবিপত্র ‘ পত্রিকা সম্পাদনা করেন। দীর্ঘ এই কবি জীবনে তিনি ” রবীন্দ্র স্মৃতি পুরস্কার ” সহ বিভিন্ন সন্মাননায় ভূষিত হন। ৭০ বছর পর আজ ২৪ এপ্রিল কলকাতার এই বিশিষ্ট কবি আমতলী এসে পৌছেছেন। তার এই আগমনকে কেন্দ্র করে আমতলীর বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এসময় তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন কলকাতার উৎলে হাওয়াসংঘটনের আহবায়ক কবি সুরমিতা চক্রবতী, বরিশাল বিভাগের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি শুভংকর চক্রবর্তী। বিকাল ৫ টায় কবিকে আমতলীর এন এসএস ট্রেনিং সেন্টারে আমতলী পিভি এর পক্ষ থেকে এক সংবর্ধনা দেয়া হয়। এন এস এস নির্বাহী পরিচালক ও পিভিএর এডমিন শাহাবুদ্দিন পাননার সভাপতিতে¦ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, আমতলী সরকারী কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলাম তালুকদার, কৃষকলীগের সভাপতি আবদুস সোবাহান, উদিচির সভাপতি অশোক মজুমদার, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, আমতলী এম,ইউ বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, টিয়াখালী কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ খালেদ মোশাররফ সোহেল, সাংবাদিক সাফায়েত আল মামুন ও পিভিএর সদস্যবৃন্দসহ আরো অনেকে।