September 25, 2023, 11:25 pm
নিজস্ব প্রতিবেদক,বিডি ভয়েজঃ বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা শাখার এক জরুরী বৈঠকে দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ছাটাই অভিযানের তৃতীয় দিনে বহিস্কার হলেন কলাপাড়া উপজেলার নামীদামি ৭ জন নেতা। বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে আজ এই সিদ্ধান্ত হয়। বহিস্কৃত নেতারা হলেন টিয়াখালী ইউপি নৌকার চেয়ারম্যান জনাব সৈয়দ মশিউর রহমান শিমু,টিয়াখালী ইউনিয়ন সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান কোক্কা। মহিপুর ইউনিয়ন থেকে বাদ পরেছে, যুগ্ন সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা শাখার আঃ মালেক আকন, ও সাবেক সভাপতি জাতীয় শ্রমিক লীগ মহিপুর থানা শাখার মোঃ সোহাগ আকন। চাকামইয়া ইউনিয়নের বহিস্কৃত নেতারা হচ্ছেন বর্তমান নৌকার চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির কেরামত, ইউপি সদস্য মোঃ আলআমিন ও মোঃ রফিক হাং।
এই বহিস্কারের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ্ব সুলতান মাহমুদের নিকট জানতে চাইলে তিনি বিডি ভয়েজ ডট নেট কে জানান এটি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য দলীয় সিদ্ধান্ত।
এ ব্যাপারে যোগাযোগ করলে শেষ পর্যন্ত বহিস্কৃত নেতাদের মধ্যে কোক্কা মিরাকে পাওয়া যায়, মুটোফোনে বিডি ভয়েজ কে তিনি বলেন এটা একটা প্রহসন, সারাদেশে বিদ্রোহী প্রার্থি দল থেকে অহরহ হচ্ছে, আমাদের উপর অবিচার করা হয়েছে।