September 25, 2023, 11:27 pm
মোঃ নাঈমূর রহমান রনি, বিডি ভয়েজঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপুর্ন সড়ক হচ্ছে পাখিমারা থেকে তেগাছিয়া পর্যন্ত সংযোগ সড়ক। ইউনিয়নের সব যায়গা এখন উন্নয়নের জোয়ারে ভাসছে আর অবহেলিত হয়ে পরে আছে পুর্ব মস্তফা পুর, পুর্ব সোনাতলা, কুমিরমারা, পুর্ব আমিরাবাদের সকল জনগণ। এখনও পায়নি বিদ্যুৎ ও পাকা সড়ক।
কুমির মারা কে বলাহয় কলাপাড়া উপজেলার সবজি উৎপাদনের প্রান কেন্দ্র কিন্তু নেই তা পরিবহনের কোন সড়ক ও সেচের জন্য বিদ্যুৎ এর ব্যবস্থা। বিগত বছরে সড়ক টির নির্মাণ কাজ শুরু হলেও ১ কিলোমিটার মাটি খননের কাজ করে বন্ধ হয়ে যায় কার্যক্রম। বর্ষায় বিপাকে পরে যায় হাজার হাজার মানুষ। এলাকার জনগণ এই ব্যপারে দ্রুত পদক্ষেপ নেবার দাবি জানাচ্ছে।