September 25, 2023, 11:27 pm

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :

banner728x90

আজকের রাশিফল সোমবার ৪ নভেম্বর, ২০১৯

আজকের রাশিফল সোমবার ৪ নভেম্বর, ২০১৯

রাশিফল ডেক্স:আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও মঙ্গল। ৪ তারিখে জন্ম হবার কারণে আপনার উপর ইউরেনাসের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৪, ১৩, ২২, ৩১। শুভ বর্ণ: লাল ও গোলাপী। শুভ বার ও গ্রহ: মঙ্গল ও রবি। শুভ রত্ন রক্তপ্রবাল ও গার্ণেট।

আজকের দিনে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিরা হলেন-মোগল সম্রাট আওরঙ্গজেব, সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, কথা সাহিত্যিক কাজী ইমদাদুল হক, ফুটবলার লুইস ফিগো প্রমুখ।

আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য লাল ও গোলাপী রং শুভ ফল বয়ে আনতে পারে।

জ্যোতিষশাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: সকাল: ৯:১৮-১১:২৯, রাত: ৭:৫৬ থেকে ১১:২৫ পর্যন্ত।

চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকররাশিতে অবস্থান করবে। ৮মী তিথি চলবে।

আজকের দিনের পরিত্যজ্য খাদ্য: নারকেল খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১মার্চ – ২০এপ্রিল): আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি কর্মক্ষেত্রে সাফল্যের। বেকারদের কোনো বেসরকারী চাকরির যোগাযোগ হতে পারে। রাজনৈতিক নেতাকর্মীরা নুতন পদ পদবী পেতে পারেন। পিতার সাহায্য লাভের যোগ। কর্মস্থলে কোনো বয়স্ক কর্মকর্তার সাহায্যে আপনার প্রত্যাশা পূরণ হতে পারে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। আজ সৌভাগ্য আপনার কড়া নাড়তে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভের সুযোগ পেতে পারেন। বৈদেশীক কাজে সাফল্য আশা করা যায়। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অগ্রগতি হবে। তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ থাকবে। আজ পাওনাদারের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের অসুস্থতার সংবাদ পেতে পারেন। ব্যাংক থেকে কিছু টাকা তোলার প্রয়োজন হয়ে পড়বে। পুলিশি হয়রানি বা গ্রেফতার আতঙ্কে ভুগতে পারেন। আইনগত জটিলতার অবসান আশা করা যায়।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। জীবন সাথীকে নিয়ে ঘুরতে যেতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ লাভের যোগ। অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে। অংশিদারী ব্যবসায়ীরা লাভের আশা করতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার যোগ।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): সিংহর জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হঠাৎ করেই সিজেনাল অসুখে ভুগতে পারেন। কাজের লোকের কারণে কিছু লোকশান গুণতে হবে। আপনার রাগ ও জেদের উপর পূর্ণ নিয়ন্ত্রনের প্রয়োজন। রাস্তাঘাটে ঘোরাঘোরির সময় আপনার মোবাইল মানিব্যাগ হারিয়ে ফেলতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। শিল্পী ও কলাকুশলীরা খুব ব্যস্ত সময় পার করতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় অবশর লাভ। সন্তানের সাথে ঘুরতে যাওয়ার যোগ। সৃজনশীল পেশাজীবীদের বকেয়া কিছু টাকা আদায়ের যোগ প্রবল। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দেবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার সাংসারিক কাজে ব্যস্ত থাকার দিন। প্রত্যাশিত কাজে সাফল্য লাভ। যানবাহন ও আবাসন বিক্রেতাদের বিক্রয় বাড়তে পারে। মায়ের সাথে বেড়াতে যাওয়ার যোগ প্রবল। আত্মীয়দের সাহায্য পেতে পারেন। জমি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। বাড়িতে কুটম্বদের আগমন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি যোগাযোগে সাফল্যের। সাংবাদিক ও মিডিয়া কর্মীরা বাড়তি রোজগারের সুযোগ পাবেন। আর্থিক ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিছ টাকা রোজগারের যোগ। সাহিত্যিক ও প্রকাশকদের নুতন কাজের সুযোগ আসবে। প্রতিবেশীর বাড়িতে কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। গৃহে দেবর ননদের আগমনের যোগ। খুচরা ও পাইকারী বিক্রেতাদের ভালো আয় রোজগার হবে। কারো বাড়িতে আপ্যায়িত হতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বিল বেতন লাভের যোগ প্রবল। বাড়তি কিছু আয় রোজগার হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ ধর্মীয় ও সামাজিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। কর্মস্থলে কোনো সিদ্ধান্ত আপনার জন্য সুফল বয়ে আনবে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির রাশির জাতক জাতিকাদের দিনটি ব্যয় বহুল। গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের যোগ। বৈদেশিক কাজে অগ্রগতি হবে। আমদানী রপ্তাণী কাজে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের সম্ভাবনা।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হবার যোগ। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ রয়েছে। বড় ভাই বোনের কাছ থেকে কিছু উপহার সমগ্রী লাভের সম্ভাবনা। রোমান্টিক বিষয়ে সাফল্য পাবেন। শিল্পীদের অর্থ লাভের যোগ।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!