June 3, 2023, 10:42 am
রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ধুলাসার ইউনিয়নে নৌকা ভরাডুবি ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করাসহ ভিজিডি ও ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ জলিল মাষ্টার’র অপসারণের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে ধুলাসার ইউনিয়নের শত-শত নেতা-কর্মি, সমর্থকরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে নেতাকর্মীরা দাবী করেন, গত ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ধুলাসার ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি আঃ জলিল মাষ্টার ও তার ভাই করিম মাষ্টার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকার পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর (আনারস) এর পক্ষে অবস্থান নেয়। যার কারণে তার বাড়ীর সেন্টারসহ গোটা ইউনিয়নে আওয়ামীলীগের ভরাডুবি হয়েছে।
এতে আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মিরা তৃনমুল নেতাকর্মীদের কাছে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা, আচরনবিধি ভঙ্গ ও নৈতিকতার দিক দিয়ে কোনোভাবেই জলিল মাস্টার আওয়ামীলীগের সভাপতির পদে থাকতে পারেন না বলে বলে নেতা-কর্মীদের জোড় দাবী ও অভিমত।