September 25, 2023, 11:29 pm
মোঃ সোহাগ হাওলাদার,বিডি ভয়েজঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটাকে সামনে রেখে আসুন আমরা ইলিয়াসকে বাচাতে সবাই এগিয়ে আসি।
কলাপাড়া নীলগঞ্জের নবীপুর গ্রামের ইলিয়াশ খাঁনকে বাচাতে এগিয়ে আসুন জি পি আর এস ভাইরাশে আক্রান্ত হয়ে খুব অসুস্থ অবস্থায় ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে আইসিউতে আজ প্রায় আঠাশ দিন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার চিকিৎসার জন্য প্রতি দিন সাত থেকে আট হাজার টাকার দরকার হয়। এত টাকা তার পরিবারের পক্ষে চালানো সম্ভব না। তাই আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসুন। যদি কেহ এই অসহায়কে সাহায্যে করতে চান তবে তার বিকাশ নাম্বারে পাঠাতে পারেন-01722744735