June 2, 2023, 8:29 am
নীল রতন কুন্ডু নিলয়,সম্পাদক-বিডি ভয়েজঃ বাংলাদেশে এবার উপজেলা পরিষদ নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত ৩১ মার্চ পটুয়াখালী জেলার মধ্যে পটুয়াখালী সদর, কলাপাড়া ও গলাচিপা এই তিন উপজেলায়, উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে তিন উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন ৭ জন নারী প্রার্থী।
পটুয়াখালী সদরে মহিলা ভাইস চেয়ারম্যান একক প্রার্থী থাকায় আগেভাগেই নির্বাচিত হয়েছেন ব্যাপক জনপ্রিয় নারী নেত্রী সোহানা হোসেন মিকি। কলাপাড়া থেকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ব্যাপক ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছেন শাহিনা পারভীন সীমা। অপরদিকে গলাচিপা থেকে আরেক তরুন নারী নেতৃত্ব নিয়ে নির্বাচিত হয়েছেন ওয়ানা মার্জিয়া মিতু।
এই তিন উপজেলার ভোটারেরা, তিন তরুন নারী নেতৃত্বকে ব্যাপক ভোটের ব্যাবধানে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা একটাই এই মহিলা ভাইস চেয়ারম্যানরা সৎ, কর্মনিষ্ঠ, ন্যায়পরায়ন হিসেবে কাজ করবেন। এমনটাই বিডি ভয়েজকে জানিয়েছেন পটুয়াখালী,কলাপাড়া ও গলাচিপা উপজেলাবাসী।