September 26, 2023, 10:04 pm
জেমস্ আব্দুর রহিম রানা:
পেঁপে পাড়তে কি গাছে উঠতেই হবে? সরকারি দাপ্তরিক কাজগুলো বেশিরভাগই এই ছেলেটার পেঁপে পাড়ার মতো। যেখানে কাজের ফলাফল থেকে প্রসেস মেইনটেইন্স করতেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এটাকে বলা হয় “অফিস গোছানো অফিস”। মানে অফিস গোছাইতে গোছাইতেই বেলা শেষ, যে কাজে অফিস বানানো হইছে সেই কাজেরই খবর নাই! একইভাবে দূর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি। আজ করোনা নিয়ে যদি মেইনটেন্স ফরমুলা বাদ দিয়ে প্রথম থেকেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যেতো তবে হয়তো দেশকে মহামারির কবল থেকে সহজেই রক্ষা করা সম্ভব হতো।