September 25, 2023, 11:24 pm

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :

banner728x90

যশোরের চৌগাছায় ধানক্ষেতে বজ্রপাতে কিশোর নিহত, আহত ৫

যশোরের চৌগাছায় ধানক্ষেতে বজ্রপাতে কিশোর নিহত, আহত ৫

জেমস আব্দুর রহিম রানা, যশোর:

যশোরের চৌগাছায় বজ্রপাতে খলিলুর রহমান (১৭) নামে এক কিশোর নিহত

হয়েছে। সে উপজেলার আফরা গ্রামের শাহিনুর রহমান গাজীর ছেলে।
এসময় একই গ্রামের আতিয়ার রহমান, রোস্তম আলী, কিনু বিশ্বাস, বাবুল ও মুক্তার নামের আরো পাঁচজন আহত হয়েছেন।এদের মধ্যে গুরুতর আহত
আতিয়ার রহমানকে টহলরত সেনা সদস্যদের গাড়িতে করে যশোর
সিএমএইচে নেয়া হয়েছে
আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে আফরা মোড় মাঠের
ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী
জানান, শুক্রবার সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ওই মাঠে থাকা খলিলুর রহমান
ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ওই মাঠে থাকা ২৬/২৭ জন কৃষকের সবাই কমবেশি আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ টহলরত
সেনা সদস্যদের টিম ওই স্থানে গেলে গুরুতর আহত আতিয়ার রহমানকে সেনা
সদস্যদের গাড়িতে করে যশোর সিএমইচে নেয়া হয়। অন্য আহত রোস্তমকে যশোর জেনারেল হাসপাতালে ও কিনু বিশ্বাসকে চৌগাছা হাসপাতালে নেয়া হয়েছে।
এছাড়া বাবুল ও মুক্তার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ঘটনার
সত্যতা নিশ্চিত করে
বলেন, বজ্রপাতে একজন নিহত ও
পাঁচজন আহত হয়েছেন।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!