September 25, 2023, 11:27 pm
রচয়িতা – নীলরতন কুণ্ড নিলয়
বদলে গেছ তুমি
তবে কি বদলাচ্ছি আমিও…..
পাখিগুলো কি আজো ডাকে
ঐ নীল নদের ওপারে?
গ্রীষ্মের খরায় আজি তপ্ত হৃদয়
আষাঢ়ের অঝোর ধারা ঝরাচ্ছে ভালেবাসায়।
তবে কি বৃষ্টি নিয়ে আসবে….
শ্রাবনের স্রোত ধারা হয়ে।
নাকি শরৎতের সকালে
নাকি আবার কোন হেমন্তের পড়ন্ত বিকেলে।
তাহলে কি আসবে তুমি হিমশীতে
বসন্তের তাজা ফুলের সুবাতাশ নিয়ে।