September 25, 2023, 11:31 pm

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :

banner728x90

রাশিফল মঙ্গলবার ২ ফেব্রুয়ারি ২০২১

রাশিফল মঙ্গলবার ২ ফেব্রুয়ারি ২০২১

মঙ্গলবার ২ ফেব্রুয়ারি ২০২১ আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও চন্দ্র।

২ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর চন্দ্রর প্রভাব প্রবল।

আপনার শুভ সংখ্যা ঃ ২,১১,২০,২৯।

আপনার শুভ বর্ণ ঃ নীল ও সাদা। শুভ গ্রহ ও বার ঃ শনি ও সোম।

শুভ রতœ : মুক্তা ও নীলা।

আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ সাদা ও নীল বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।

সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম ঃ সকাল: ৯:০১-১১:১৩,দুপুর: ১:২৬-২:৫৫ বিকাল: ৩:৪০-৫:০৭ রাত: ৯:২০-১১:৫৫ এর মধ্যে।

চন্দ্রের অবস্থান ঃ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। ৫মী তিথি সন্ধা: ৬:৪৩ পর্যন্ত পরে ৬ষ্ঠী তিথি চলবে।

আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য ঃ সন্ধা: ৬:৪৩ পর্যন্ত বেল পরে নিম বা নিমের ঔষধ খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) ঃ মেষ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। কর্মস্থলে অকারনেই দেখা দেবে সহকর্মী বিরোধ। আপনার কাজের দোষ ধরার জন্য কোনো কোনো সহকর্মী সুযোগ খুঁজবে। নিজের উপর আস্থা রাখুন ও কম কথা বলুন। অতি কথনের কারনে বিপদে পড়তে পারেন। শারীরিক ভাবে অসুস্থ বোধ করতে পারেন। সতর্ক থাকবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) ঃ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজের ক্ষেত্রে বাধা বিপত্তির। শিল্পী ও শিল্প নির্মাতাদের কাজের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। কাঙ্খীত সাফল্য লাভের যোগ কম। কাজে দেখা দেবে দীর্ঘসূত্রীতা। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে হারানো প্রেম ফিরে আসতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগী হতে হবে। অহেতুক সময় নষ্ট করা যাবে না।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) ঃ মিথুন রাশির জাতক জাতিকার আত্মীয় স্বজনের আগমন যোগ প্রবল। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ মেটাতে গিয়ে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। মাতৃকূলের কোনো আত্মীয়র দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর কথা মাঝে মধ্যে শুনতে হয়। এতে আখেরে আপনারই লাভ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) ঃ কর্কট রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগযোগে কিছু অগ্রগতি হবে। আর্থিক ক্ষেত্রে ছোট ভাই বোনের সাহায্য পাওয়ার আশা। অনলাইন ক্রয় বিক্রয়ে কিছু অর্থ রোজগারের সুযোগ পাবেন। গনমাধ্যম কর্মীদের কর্মস্থলে দেখা দেবে জটিলতা। আপনার বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে কিছু অর্থ রোজগারের সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট) ঃ সিংহ রাশির জাতক জাতিকার আয় রোজগারের সুযোগ বাড়বে। বাড়তি অর্থ আয়ের সুযোগ পাবেন। খুচরা পাইকারী ব্যবসায়ীদের লেনদেনে সতর্ক হতে হবে। হিসাবের ভুলে বড় ধরনের লোকশান হতে পারে। দেখা যাবে আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর সাহায্য চেয়েও পাবেন না। কারো সাথে বিনিয়োগ বিষয়ে কোনো আলোচনা করা ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) ঃ কন্যা রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। আজ অস্থিরতা ও তাড়াহুড়া এড়িয়ে চলতে হবে। মাসিক ভাবে থাকবেন বিপর্যস্ত। ব্যবসা বাণিজ্য নিয়ে দুঃশ্চিন্তায় ভুগতে পারেন। পারিবারিক জীবনে জীবন সাথীর সাথে মান অভিমানের আশঙ্কা প্রবল। কর্মস্থলে কাজের ক্ষেত্রে দেখা দেবে ভুল ত্রুটি। সাবধানে কাজ করতে হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) ঃ তুলা রাশির জাতক জাতিকার দূরের যাত্রার যোগ প্রবল। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে জটিলতার আশঙ্কা। প্রবাসীদের ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে না। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সীর ব্যবসায়ীরা আর্থিক ক্ষেত্রে জটিলতার সম্মূখীন হতে পারেন। আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয়ের যোগ।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) ঃ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি বকেয়া অর্থ আদায়ে বাধা বিপত্তির। পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে চাপ প্রয়োগ করতে হতে পারে। গৃহে বড় ভাই বোনের সাথে দেখা দেবে মনমালিণ্য। চাকরিজীবীদের আয় রোজগারে অনাকাঙ্খীত বাধার আশঙ্কা দেখা যায়। সাংসারিক ক্ষেত্রে কিছুটা চাপে পড়তে পারেন। প্রিয় বন্ধুর সাহায্য পাওয়ার আশা।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) ঃ ধনু রাশির জাতক জাতিকার কর্মস্থলে অগ্রগতি হবে। নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। বেকারদের কর্ম লাভের ক্ষেত্রে চলতে থাকা জটিলতা কেটে যাওয়ার নির্দেশ করে। আর্থিক অনিশ্চয়তার অবশান হবে। পিতার সাহায্য পাওয়ার আশা। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কোনো ঠিকাদারী কাজের সুযোগ পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি ) ঃ মকর রাশির জাতক জাতিকাদের দিনটে ভাগ্য উন্নতির। উচ্চ শিক্ষার্থে দূরে কোথাও যাওয়ার সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু জটিলতার সম্মূখীন হতে হবে। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের যোগ কম।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ঃ কুম্ভের জাতক জাতিকার দিনটি আর্থিক ভাবে চাপের। পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পেতে পারে। আয় রোজগারের ক্ষেত্রে ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় ভোগান্তির আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে অকারনে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। আত্মীয় বা পরিচিত কারো অসুস্থতায় তাকে দেখতে যেতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) ঃ মীনের জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। খুচরা ব্যবসায় আশানুুরুপ আয় রোজগারের সুযোগ পাবেন। তবে অংশিদারী ব্যবসা বাণিজ্যে দেখা দেবে জটিলতা। দাম্পত্য ক্ষেত্রে আপনাকে আরো নমনীয় হতে হবে। অবিবাহিতদের বিয়ে শাদীর যোগ প্রবল। তবে অতিকথনের কারনে অনুষ্ঠান মনের মতো হবে না।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!