March 21, 2023, 9:07 pm
পটুয়াখালীর মহিপুরে জুয়া খেলার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে মহিপুর সদর ইউনিয়নের বাজারে নিউমার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৯ শত টাকা উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। আটকৃত রাজুর বাড়ি ওই ইউপির বিপিনপুর গ্রামে ও জামাল হোসেনের বাড়ি ফাসিপাড়া এলাকায়।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, একটি ঘরে বসে ৫ জন জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।