May 18, 2022, 2:25 am
নীল রতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি:
সাম্প্রদায়িক সহিংসতা ও উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে পটুয়াখালীতে বাঙালি ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রায় দুই ঘন্টা ব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। “বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি” এই শ্লোগানকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
পটুয়াখালী সম্প্রীতি মঞ্চের আয়োজনে এ বাঙালী ঐক্য সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড সৌমেন্দ্র লাল চন্দ, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী ও সাবেক সভাপতি কাজল বরন দাস, জাসদ নেতা সম দেলোয়ার হোসেন দিলিপ, কবি ফরহাদ জামান বাদল, কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক সমির দেবনাথ, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ চন্দ, কবি আনোয়ার হোসেন বাদল, মাসুদ আলম বাবুল, অশোক দাস, আতিকুজ্জামান দীপু প্রমূখ।
অনুষ্ঠানে জেলা উদীচীর নেতৃত্বে নাসরিন মোজাম্মেল এমা সংগীত পরিবেশন করেন। এছাড়া পটুয়াখালী জেলার সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশিল সমাজ এতে অংশ নেয়। অনুষ্ঠান শেষে তারা দেশে সন্ত্রাসবাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।