May 18, 2022, 4:08 am
নীলরতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালীর পায়রা সেতুতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম পৌর কাউন্সিলর লুৎফর রহমান শাহারিয়ারে ছেলে স্কুল ছাত্র রাইয়ানকে ঢাকা নেয়ার পথে মারা গেছে, অাহত অারো তিনজন।
পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর উপর দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম স্কুল ছাত্র রাইয়ানকে ঢাকায় নেয়ার পথে মারা গেছে। নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে এবং স্থানীয় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ওই দুর্ঘটনায় অাহত হয়েছেন অারো তিনজন। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। অাহতদের মধ্যে দুজন রাইয়ান ও তার সাথে থাকা মোরশেদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অানা হয়। রাইয়ানকে অাশংকাজনক অবস্থায় প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে রাত নয়টায় সে মরা যায়। বিষয়টি নিশ্চিত করেছে পটুয়াখালীর অারেক পৌর কাউন্সিলর কাজল বরন দাস ও পরিবারে সদস্যরা।রাইয়ানের সাথের অপর অাহত দশম শ্রেনীর ছাত্র মোরশেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এরা উভয়েই পটুয়াখালী শহরের বাসিন্দা ও সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেনীর ছাত্র।। রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে এবং অাহত মোরশেদ শহরের কলেজ রোড বনানী মোড়ের সাখাওয়াত হোসেন সিমন তালুকদারের ছেলে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপতোলের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার নুরুন্নাহার জানান, রাইয়ানের মাথায় ইন্টারনাল ট্রাস ইনজুরি হওয়ায় তার অবস্থা অাশংকাজনক হওয়ায় বরিশাল রেফার করা হয়। দুজন পটুয়াখালী অাসলেও অপর দুজনের পরিচয় ও কোথায় চিকিৎসা নিয়েছে জানা যায়নি।
দুমকি থানার ওসি অাবদুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে। লোকমুখে শুনেছি বরিশাল যাকে রেফার করা হয়েছিল সে মারা গেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী এস,অাই, উত্তম কুমারে ভাট জানান, সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সেতুর লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের একটু উত্তর পাশে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। চারলেনের পায়রা সেতুর মাঝে বিভাজন থাকলেও একটি মোটর সাইকেল রং সাইড দিয়ে অতিক্রম করছিলো। অাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত পটুয়াখালী পাঠানো হয়েছিলো। এর মধ্যে একজনের অবস্থা অাশংকাজনক ছিল।
এদিকে, একমাত্র ছেলের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে অাসে ।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর পায়রা সেতু খুলে দেয়ার পর এক সপ্তাহের মধ্যে এটাই প্রথম দুর্ঘটনায় হতাহতের ঘটনা।