June 4, 2023, 3:40 am

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু কুয়াকাটায় সৈকত পরিচ্ছন্নতা অভিযান করলো রোলার স্কেটারা কুয়াকাটায় শুঁটকি বাজারজাতকরণে কর্মশালা অনুষ্ঠিত সরকারের ১ যুগের বেশি সময়ের উন্নয়ন চিত্র তুলে ধরে এমপি মহিবের সংবাদ সম্মেলন কলাপাড়ায় দারুল ইহসান ট্রাস্টের আয়োজনে রত্নাগর্ভা মা ও গুণিজন সংবর্ধনা আজ ২ নম্বর সতর্ক সংকেত মধ্য বঙ্গোপসাগর থেকে এগোচ্ছে প্রবল ঘূর্নিঝড় মোখা কলাপাড়ায় একই পরিবারের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। কুয়াকাটায় চাঁদাবাজি করতে গিয়ে ডিবি’র জালে ধরা পড়লো চায়না সিকো কোম্পানীর দোভাষী আমতলীতে সাড়ে ৪৬ কেজির মণ বন্ধ। চালু ৪০ কেজির মণ। কলাপাড়ায় মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

banner728x90

রাশিফল বুধবার ৩ নভেম্বর ২০২১

রাশিফল বুধবার ৩ নভেম্বর ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও মঙ্গল।

৩ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট।

আপনার শুভ সংখ্যা : ৩, ১২, ২১, ৩০।

আপনার শুভ বর্ণ : লাল ও হলুদ।

শুভ গ্রহ ও বার : বৃহস্পতি ও মঙ্গল।

শুভ রাত : রক্তপ্রবাল ও পোখরাজ।

আজকের দিনের শুভ রং : আজ আপনার জন্য হলুদ ও লাল রং সৌভাগ্য বয়ে আনবে।

সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম : সকাল: ৬:১৫-৮:৩৫, ১০:৪৬-১২:৫৭, দুপুর: ১:৪০-৩:৫০,রাত: ৬:১২-৭:০৩, ৮:৪৮-৩:৪৭ পর্যন্ত।

চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র কন্যা রাশিতে, রাত: ৯:০৫ থেকে তুলা রাশিতে অবস্থান করবে।

১৩শী সকাল: ৭:৩৪ পর্যন্ত পরে ১৪শী তিথি চলবে।

আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য : সকাল: ৭:৩৪ পর্যন্ত বেগুণ পরে মাষকলাইর ডাল খাওয়া নিষেধ।

#মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) : মেষ রাশির জাতক জাতিকার কর্মস্থলে নানা রকম কাজের জটিলতা বৃদ্ধি পাবে। বিক্রয় প্রতিনিধীদের কাজের ক্ষেত্রে সহকর্মীর সাথেই করতে হবে প্রতিযোগিতা। অনৈতিক পন্থার বহু সুযোগ আসবে আপনার কাছে। কিন্তু নিজের ভবিষ্যতের জন্য তা এড়িয়ে চলতে হবে। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীদের প্রতি একটু নজর রাখতে হবে।

#বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : বৃষ রাশির জাতক জাতিকার বিদ্যা শিক্ষায় সাফল্য লাভের আশা। সৃজনশীল কাজের ক্ষেত্রে সফল হতে পারবেন। মধ্যসত্বভোগীর ব্যবসায়ীরা কিছু আয় রোজগারের সুযোগ পেতে পারেন। রোমান্টিক সম্পর্কের পেছনে অপ্রয়োজনে টাকা ঢালার কোনো মানে নেই। সেই অর্থ আপনার নিজের শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করুন।

#মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরণের দিন। পারিবারিক ক্ষেত্রে মায়ের সাহায্য পাওয়ার আশা। কোনো আত্মীয়র কল্যাণে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। হারানো কোনো স্থাবর সম্পত্তি পেতে পারেন। কর্মস্থলে কোনো লালিত স্বপ্ন পূরণ হতে পারে। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভের আশা।

#কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে আসবে ভালো কোনো সংবাদ। পেয়ে যাবেন। আয় রোজগারের কোনো তথ্য। ফ্রি ল্যান্সিং এর পেশায় নিজেকে জড়ানোর সুযোগ আসবে। ছোট ভাই বোনের বিদেশ যাত্রার যোগ প্রবল। আয় রোজগারের ক্ষেত্রে মিডিয়ার কাজে হবেন সফল।

#সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক জাতিকার দিনটি বকেয়া ধন লাভের জন্য বলবান। আজ ব্যবসায়ীক ভাবে লাভবান হবেন। ফলে আপনার সঞ্চয়ের চেষ্টা সফল হতে চলেছে। বাড়িতে ছোট শ্যালক শ্যালিকা বা আত্মীয় কুটম্বর আগমন হতে পারে। হোটেল ও রেস্তোরা ব্যবসায়ীদের অগ্রীম বুকিং হতে পারে। প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার যোগ।

#কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক জাতিকার সম্মান ও মর্যাদা পূণরুদ্ধারের যোগ। নতুন কোনো ব্যবসায়ীক আলোচনা হবে সফল। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। অংশিদারী কাজে সফল হতে পারেন। বেকারদের কর্ম লাভের সুযোগ আসবে। রাজণৈতিক ও সাঙ্গঠনিক কাজে সম্মানিত হবেন।

#তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : তুলা রাশির জাতক জাতিকার দিনটি হবে ব্যয়বহুল। বৈদেশিক কাজে দিনটি ব্যস্ততায় কেটে যাবে। কোনো ভিসা সংক্রান্ত বিষয়ে হবেন সফল। ব্যবসায়ীক প্রয়োজনে আজ দূরে যেতে হবে। শুল্ক ও ভ্যাট সংক্রান্ত ব্যয় হবে আজ। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো কিছু আয় রোজগারের যোগ।

#বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) : বৃশ্চিক রাশির জাতক জাতিকার বন্ধু ভাগ্য আজ বলবান। ব্যবসায়ীক কাজ কর্মে ভালো আয় রোজগার হবে। চাকরিজীবীদের বকেয়া অর্থ আদায়ের যোগ প্রবল। সাংসারিক কোনো প্রয়োজনে বড় ভাই বোনের সাহায্য পাওয়ার আশা আছে। চাকরিজীবীরা বাড়তি আয়ের জন্য কোনো ব্যবসায়ীক চিন্তা করতে পারেন।

#ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : ধনু রাশির জাতক জাতিকার কর্মজীবনে অগ্রগতির দিন। বহু দিনের আটকে থাকা পদোন্নতি আজ পেতে চলেছেন। পদস্ত কর্মকর্তার সাথে বিশেষ কোনো কাজে দূরে যেতে পারেন। বেকারদের চাকরির চেষ্টায় সফলতা আসন্ন। প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পেতে চলছেন। পিতার কাছ থেকে কিছু অর্থ লাভের আশা।

#মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : মকর রাশির জাতক জাতিকার ভাগ্য উন্নতির সময়। বৈদেশিক বাণিজ্যে ভালো কিছু অর্থ লাভের আশা। ধর্মীয় কোনো দলের সাথে বেড়িয়ে পড়তে পারেন তীর্থে। বিশ্ব বিদ্যালয়ে ভর্তির চেষ্টায় ভালো সংবাদ লাভের আশা। সংসারের কোনো বিষয়ে গুরুজনের স্বরনাপন্ন হতে পারেন। অতিন্দ্রীয় বিষয়ে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে।

#কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) : কুম্ভের জাতক জাতিকার দিনটি ঝুঁকিপূর্ণ কাজে সাফল্যের। ব্যাংক ঋণ সংক্রান্ত কোনো কাজে আজ সফল হতে পারবেন। পুরোন আইনগত জটিলতা থেকে রক্ষা পাওয়ার আশা। শেয়ার ব্যবসায় লোকসান কমিয়ে লাভের ধারায় ফিরতে পারবেন। কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদে কিছু অর্থ ব্যয় হবে।

#মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : মীনের জাতক জাতিকার দিনটি আজ দাম্পত্য সুখ শান্তির। ব্যবসায়ীক কাজে সফল হতে পারবেন। অংশিদারী কাজে সকলের সাহায্য পাবেন। জীবন সাথীর আজ কর্মে উন্নতি হতে চলেছে। প্রবাসী জীবন সাথীর কাছ থেকে কিছু অর্থ লাভের আশা। একক ও ক্ষুদ্র ব্যবসায় বকেয়া টাকা পয়সা আদায় হবে।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!