December 7, 2023, 10:25 am
এম জিয়াদ, রাঙ্গাবালী (পটুয়াখালী ) প্রতিনিধি।
রাঙ্গাবালীতে আগাম তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে এবার আবহাওয়া অনুকুলে থাকায় অধিক লাভের আশায় আগাম তরমুজ চাষ করছেন তারা।
রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবছর রাঙ্গাবালীতে বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৫০ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের তরমুজ চাষিরা জমি চাষ, মাটিকাটা বেড তৈরি, ম্যাদা তৈরি এবং মাটির সঙ্গে সার মিশিয়ে বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক।
উপজেলার বড়বাইশদিয়া এলাকার তরমুজ চাষি মিরাজ মাহমুদ বলেন, গত বছর আগাম তরমুজ দিয়ে তিনি লাভবান হওয়ায় এবছরও তিনি আগাম তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরো জানান, এবছর তিনি ১০ একরেরও বেশি জমিতে তরমুজ চাষ করবেন। তিনি শুরুতেই ২ একর জমি বীজ বপনের জন্য তৈরি করেছেন।
উপজেলার মৌডুবী ইউনিয়নের জাহাজমারা সমুদ্র সৈকত সংলগ্ন বালু চরের তরমুজ চাষিরা জানান, প্রতি বছরের ন্যয় এবছরেও সৈকতের পুরো বালু চরে তারা আগাম তরমুজ চাষ করেছেন।
জাহাজমারা সমুদ্র সৈকত সংলগ্ন বালু চরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রখর রৌদ্র আর উত্তপ্ত গরম বালুতে মাথার ঘাম পায়ে ফেলে অধিক ফলনের আশায় তরমুজ ক্ষেতের পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছেন বালু চরের তরমুজ চাষিরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, তরমুজ চাষ আগাম করার কারনে আমাদের কৃষকরা বেশি লাভবান হন। তাছাড়া আগাম চাষের কারনে তারা বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকতে পারেন। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আগাম তরমুজ চাষীদের মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছেন এবং তাদের সার্বোক্ষনিক খোজঁখবর নিচ্ছেন।