September 25, 2023, 11:23 pm

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :

banner728x90

রাশিফল ৩ জানুয়ারি ২০২২

রাশিফল ৩ জানুয়ারি ২০২২

রাশিফল ডেক্স:

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শনি।

৩ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৩, ১২, ২১ ও ৩০।

আপনার শুভ বর্ণ: হলুদ ও নীল।

শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও শনি।

শুভ রত্ন: পিত পোখরাজ ও নীলা।

আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য হলুদ ও নীল বর্ণ সৌভাগ্য বয়ে আনবে।

জ্যোতিষশাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: সকাল: ৬:৫২-৮:১৯, ৯:৪৪-১১:৫২, রাত: ৮:১৩-১১:৪৭ পর্যন্ত।

চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র ধনু রাশিতে, রাত: ৯:২৩ থেকে মকর রাশিতে অবস্থান করবে।

প্রতিপদ তিথি রাত: ১০:৪৪ পর্যন্ত পরে ২য়া তিথি চলবে।

আজকের দিনের পরিত্যজ্য খাদ্য: আজ রাত: ১০:৪৪ পর্যন্ত কুমড়া পরে বেগুন খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার আজ বিদেশ ভাগ্য বলবান। বিদ্যার্থীদের ভাগ্য উন্নতির সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অর্থ ব্যয় করতে পারেন। বিশ্ব বিদ্যালয়ের কাজে সফল হতে পারবেন। বৈদেশিক বাণিজ্যে চলমান শুল্ক বা ভ্যাট সংক্রান্ত জটিলতা কেটে যাবে। ব্যবসায়ীক প্রয়োজনে বিদেশ যেতে হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার ব্যাংক ঋণ লাভের যোগ প্রবল। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বিনিয়োগে অহেতুক কোনো প্রকার ঝুঁকি নেয়াটা ঠিক হবে না। শেয়ার ব্যবসায়ীরা কাঙ্খীত আয় রোজগার আশা করতে পারেন। বীমা বিক্রয় প্রতিনিধী ও ঔষধ বিক্রয় প্রতিনিধীদের আজ ভালো কমিশন লাভের আশা।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি দাম্পত্য জীবনে অগ্রগতির। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সুযোগ আসবে। ব্যবসায়ীক কারনে দূরে কোথাও যাত্রা করতে পারেন। সাংসারিক বিষয়ে জীবন সাথীর পরামর্শ কাজে লাগবে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। অবিবাহিতদের বিয়ের সুযোগ আসবে।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি কর্ম ক্ষেত্রে সহকর্মীদের সাহায্য লাভের। বহু দিনের আটকে থাকা কোনো কাজ পুণরায় উদ্ধার করার সুযোগ আসবে। গোপন শত্রুদের দমনে সফল হবেন। যে কোনো পরিস্থিতিতে শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকতে পারবেন। নিজের বুদ্ধি কৌশল প্রয়োগে ব্যবসায় সফল হবেন।

সিংহ রাশি (২১ জুলাই- ২১ আগস্ট): সিংহর জাতক জাতিকাদের দিনটি প্রেম ভালোবাসার জন্য উত্তম। শিল্পকলার কাজে আজ অগ্রগতির যোগ। হারানো সম্মান ফিরে পাবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় সাফল্য লাভের সময়। সৃজনশীল কাজের সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধির দিন। সন্তানের সাথে সম্পর্কের উন্নতি হবে। নতুন করে শিক্ষাজীবন আরম্ভ করার সুযোগকে কাজে লাগাতে হবে।

কন্যা রাশি (২২ আগস্ট- ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের। পারিবারিক জীবনে আত্মীয়দের সাহায্য সহযোগিতা পাবেন। কুটির শিল্পর ই-কমার্স ব্যবসায় অগ্রগতি হবে। নতুন কোনো বিদেশী অর্ডার পেতে পারেন। কর্মস্থলে স্বপ্ন পূরণ হতে চলেছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিবাদের অবশান আশা করতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। বিদেশ থেকে কোনো সু সংবাদ আসবে। সাহিত্যিক ও গল্পকারদের নতুন কাজের অনুরোধ আসতে পারে। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কর্মে পরিবর্তনের সময়। জাতিকারা প্রতিবেশীর সাহায্য পাবেন। রাতে পারিবারিক জীবনে মায়ের সাহায্য পাওয়া যাবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে। গৃহে আত্মীয় কুটম্বদের আগমন হতে পারে। সাংসারিক ক্ষেত্রে শ্যালক শ্যালিকার সাহায্য লাভের আশা। হোটেল ও রেস্তোরা ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ আসবে। কিছু অর্থ সঞ্চয়ের সুযোগ পাবেন।

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার মানসিক জোড় বৃদ্ধি পাবে। কর্ম ক্ষেত্রে হটাৎ করেই ভালো সুযোগ পেয়ে যাবেন। নিজের যোগ্যতা ও পরিশ্রমের দ্বারা কর্তৃপক্ষের নজর আকৃষ্ট করতে সক্ষম হবেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। সংসারে জীবনসাথীর সাহায্য লাভ।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল হবে। ব্যবসায়ীক প্রয়োজনে দূরে যাত্রার যোগ প্রবল। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় রোজগার হবে। বৈদেশিক বাণিজ্যে ভালো আয় রোজগর হতে চলেছে। আইনগত জটিলতা থেকে বেড়িয়ে আসতে পারবেন। প্রবাসীদের কর্ম জীবনে অগ্রগতির সম্ভাবনা।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির রাশির জাতক জাতিকার দিনটি বলবান থাকবে। আজ ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ে সফল হতে পারবেন। সাংসারিক ক্ষেত্রে বন্ধুর সাহায্য লাভের আশা। গৃহে বড় ভাই বোনের বিবাহ শাদীর আলোচনা চলবে। চাকরিজীবীদের বকেয়া বেতন আদায় হবে। বাড়তি আয় রোজগার হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে। পদস্ত কর্মকর্তার সহায়তায় পছন্দের যায়গায় বদলীর সুযোগ আসবে। বেকারদের চাকরি বিষয়ে আশানুরুপ সংবাদ লাভের আশা। রাজনৈতিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে সফল হতে পারবেন। পারিবারিক জীবনে পিতার সাহায্য পাবেন।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!