আক্রান্ত
২,০০৮,৬৪৪
August 14, 2022, 9:18 am
গত বছর ১৭ অক্টবর শরিফুল রাজের সাথে বিয়ে হয় পরিমনির। কিন্তু সে ঘটনা ধামাচাপা দিয়ে আজ হঠাৎ নিজেই জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন। এটা না কি তার কাছে শ্রেষ্ঠ অনুভূতির। সোমবার পরীমণি নিজেই এই তথ্য জানিয়েছেন। কোনো সিনেমার দৃশ্যে কিংবা গল্পে নয়, বাস্তবেই ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমনি অন্তঃসত্ত্বা।
সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ। পরীমনি বলেন,কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ (সোমবার) দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি। স্বপ্নজাল সিনেমার নায়িকা পরী বলেন, ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না।