June 2, 2023, 4:17 am

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু কুয়াকাটায় সৈকত পরিচ্ছন্নতা অভিযান করলো রোলার স্কেটারা কুয়াকাটায় শুঁটকি বাজারজাতকরণে কর্মশালা অনুষ্ঠিত সরকারের ১ যুগের বেশি সময়ের উন্নয়ন চিত্র তুলে ধরে এমপি মহিবের সংবাদ সম্মেলন কলাপাড়ায় দারুল ইহসান ট্রাস্টের আয়োজনে রত্নাগর্ভা মা ও গুণিজন সংবর্ধনা আজ ২ নম্বর সতর্ক সংকেত মধ্য বঙ্গোপসাগর থেকে এগোচ্ছে প্রবল ঘূর্নিঝড় মোখা কলাপাড়ায় একই পরিবারের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। কুয়াকাটায় চাঁদাবাজি করতে গিয়ে ডিবি’র জালে ধরা পড়লো চায়না সিকো কোম্পানীর দোভাষী আমতলীতে সাড়ে ৪৬ কেজির মণ বন্ধ। চালু ৪০ কেজির মণ। কলাপাড়ায় মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

banner728x90

শনিবার ১২ মার্চ ২০২২ এর রাশিফল

শনিবার ১২ মার্চ ২০২২ এর রাশিফল

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক/জাতিকা।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও নেপচুন।

১২ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বৃস্পতির প্রভাব প্রবল।

আপনার শুভ সংখ্যা ঃ ৩,১২,২১,৩০।

আপনার শুভ বর্ণ ঃ বেগুণী ও হলুদ।

শুভ গ্রহ ও বার ঃ সোম ও বৃহস্পতি।

শুভ রতœ : এমেথিষ্ট ও পোখরাজ।

আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ বেগুণী ও হলুদ বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবেন।

আজকের দিনের শুভ সময় ঃ জ্যোতিষ শাস্ত্রানুসারে শুভ সময় হলো: সকাল: ১০:১৯-১:২৭, রাত: ৮:৩৬-১১:০৩, ১২:৪১-২:২০ এর মধ্যে।

চন্দ্রাবস্থান ঃ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে।

৯মী তিথি সকাল: ৭:২৮ পর্যন্ত পরে ১০মী তিথি চলবে।

যে খাদ্য দ্রব্য পরিত্যাজ্য ঃ জ্যোতিষ শাস্ত্র অনুসারে সকাল: ৭:২৮ এর মধ্যে লাউ পরে কলমি শাক খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল) ঃ মেষ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে বলবান। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে। বিদেশ থেকে পেতে পারেন বড় কোনো অর্ডার। প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি আশা করতে পারেন। ছোট ভাই বোনের বিদেশ যাত্রার ক্ষেত্রে অগ্রগতি হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) ঃ বৃষ রাশির জাতক জাতিকার আয় রোজগার বৃদ্ধির দিন। খাদ্য ও খাদ্য পণ্য ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগার হবে। ধার দেওয়া টাকা আদায়ের জন্য তাগাদা দিতে হবে। সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটম্বদের সাহায্য লাভের আশা। সামাজিক নিমন্ত্রণ রক্ষা করতে হবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) ঃ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি স্বপ্ন পূরণের। ব্যবসায়ীক কোনো উচচাভিলাষ পূরণ হতে চলেছে। আয় রোজগারের চেষ্টায় সফল হতে পারবেন। অংশিদারী বড় কোনো কাজের প্রস্তাব পাওয়ার আশা। শারীরিক ও মানসিক ভাবে থাকবেন চাঙ্গা। তবে মানসিক অস্থিরতা চাকরিজীবীদের ভোগাতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) ঃ কর্কটের জাতক জাতিকার দূর দেশ যাত্রার সুযোগ আসবে। দৈনন্দিন ব্যয় বৃদ্ধি আপনাকে চিন্তিত করবে। সাংসারিক ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারলে আর্থিক সঙ্কটে পড়তে পারেন। প্রবাসীদের কর্মক্ষেত্রে চলা জটিলতা কেটে যাবে। মালিকের মন রক্ষা করতে পারবেন। প্রবাসী বন্ধুর সাহায্য পাওয়া যাবে।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট) ঃ সিংহ রাশির জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে বলবান যাবে। গৃহস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় ভাই বোনের সাহায্য লাভ। সরকারী ঠিকাদারী কাজের নতুন যোগাযোগ হবে। বড় ভাই বোনের কাছ থেকে কিছু অর্থ সাহায্য নিতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে চাকজীবীদের সময় বলবান।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) ঃ কন্যার জাতক জাতিকার দিনটি চাকরি ক্ষেত্রে অগ্রগতির। বহুদিন ধরে আটকে থাকা পদোন্নতি পেতে চলেছেন। পিতার কোনো পরামর্শ আপনার আর্থিক সঙ্কটের অবশান করবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়ার আশা। বেসরকারী চাকুরেদের নতুন কর্মস্থলে যোগদানের সুযোগ রয়েছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) ঃ তুলা রাশির জাতক জাতিকার উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল লাভ। সাংসারিক জীবনে কোনো বুজুর্গ ব্যক্তির সাহায্য পাবেন। জীবন জীবীকার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ প্রবল। বিদেশ থেকে ভালো সংবাদ পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো দাতব্য কাজে অর্থ ব্যয় হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) ঃ বৃশ্চিক রাশির জাতক জাতিকার সাংসারিক জীবনে বড় ধরনের আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। পাওনাদারের তাগাদা বৃদ্ধির আশঙ্কা। আয় রোজগারের ক্ষেত্রে দেখা দেবে বাধা বিপত্তি। পুরোন আইনগত জটিলতা পূনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পুলিশী হয়রাণির আশঙ্কা প্রবল।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) ঃ ধনু রাশির জাতক জাতিকার সাংসারিক সুখ কোনো কারনে ব্যাহত হবে। হটাৎ করেই জীবন সাথীর রহস্যজনক আচরনে ব্যাথিত হতে পারেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় চলমান জটিলতা কেটে যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি ) ঃ মকর রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মীদের সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে। কোনো চর্মরোগে ভোগান্তির সম্মূখীন হতে পারেন। আজ আপনার মূল্যবাণ নথিপত্র সামলে রাখতে হবে। রাজনৈতিক ব্যক্তিদের গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ) ঃ কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজের জন্য বলবান। শিল্পী ও কলাকুশলীদের সময় ভালো হবে। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা করতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে কিছু দুঃশ্চিন্তা দেখা দেবে। প্রেম ভালোবাসায় দেখা দেবে জটিলতা।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) ঃ মীন রাশির জাতক জাতিকার চলমান পারিবারিক সঙ্কট কেটে যাবে। প্রভাবশালী আত্মীয়র সহযোগিতায় কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করার সুযোগ আসবে। আয় রোজগারে সফল হবেন। বিবাদমান স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা দূর হওয়ার আশা। যানবাহন মেরামতে বহু অর্থ খরচের আশঙ্কা আছে।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!