May 18, 2022, 2:18 am
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ০৭/০৫/২০২২ইং তারিখে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১০:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনার জেলার আমতলী থানাধীন পূর্ব চুনাখালী এলাকায় (সিআর মামলা নং-১০৭০/২০২০, ফৌঃ কাঃ আইনের ০৩ ধারা) এর যৌতুক মামলার ০১(এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নেতৃত্বে আনুমানিক ১২:১০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাদের নাম মোঃ মাসুম(২৪), পিতা-মোঃ নুর আলম গাজী, সাং-কালিবাড়ী, ০৯নং ওয়ার্ড, থানা-আমতলী, জেলা-বরগুনা বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, বরগুনা জেলার আমতলী থানার (সিআর মামলা নং-১০৭০/২০২০, ফৌঃ কাঃ আইনের ০৩ ধারা) এর যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় (সিআর মামলা নং-১০৭০/২০২০, ফৌঃ কাঃ আইনের ০৩ ধারা) মূলে হস্তান্তর করা হয়।