নীলরতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে ঢাকার আদলে নির্মিত হয়েছে শুভ জেন্স পার্লার। নাচনাপাড়া ১নং ওয়ার্ড শেখ কামাল সেতুর ঢাল সংলগ্ন উত্তর পাশের মার্কেটে এই সেলুনটির অবস্থান। অচিরেই শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ সকল সুবিধা নিয়ে পুরোদমে কার্যক্রম শুরু হচ্ছে।
কলাপাড়া অন্যান্য সেলুনের সাথে তাল মিলিয়ে সুলভ মুল্যে হেয়ার কাটিং,হেয়ার কালার, চুল এস্টেট, গোটা অপসারণ, ডিজিটাল মেশিন দ্বারা ফেসিয়াল সহ জেন্টস পার্লারটি ভিন্নধর্মী কাজের মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে।
একান্ত আলাপচারিতায় শুভ জেন্স পার্লারের পরিচালক শ্রী শুভ চন্দ্র শীল এ প্রতিবেদককে বলেন, আমাদের এই শুভ জেন্টস পার্লারে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ নরসুন্দরদের দ্বারা পরিচালিত হয় এছাড়াও সকল বয়সের পুরুষ ও বাচ্চারের জন্য আমাদের এই প্রতিষ্ঠান। কলাপাড়ার সকল শ্রেণী পেশার মানুষদের তিনি আমন্ত্রণ জানিয়েছেন তার এই প্রতিষ্ঠানটি থেকে একটি বার কাজ করে দেখে যাবার জন্য।
আপনার মতামত এখানে লিখুন