September 25, 2023, 11:23 pm
কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পর্যায়ে জাতীয় শিÿা সপ্তাহের জারীগান প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী দেবশ্রী মুর্খাজী অর্না। দেবশ্রী মুর্খাজী অর্না কলাপাড়া প্রেসক্লাবের সহ-সাধারন সম্পদক ও দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার কলাপাড়া প্রতিনিধি অশোক মুর্খাজীর এক মাত্র মেয়ে। এখন সে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে সাগরকুল কলাপাড়া বাসীর সুনাম বয়ে আনবে। দেবশ্রী মুর্খাজী অর্না এই জারীগানের মাধ্যমে এক জন বড় শিল্পী হতে চায়। এজন্য দেবশ্রী মুর্খাজী অর্না সবার কাছে দোয়া প্রার্থী।