June 25, 2022, 7:08 pm
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে মহিপুর থানার অন্তর্গত ২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সকাল আট টায় ইভিএম এর মাধ্যমে শুরু হবে ভোট গ্রহন। একটনা চলবে বিকাল ০৪ টা পর্যন্ত। মঙ্গলবার দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ ভোট গ্রহনের আনুসঙ্গীক সরঞ্জাম। গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
২ ইউনিয়নের নির্বাচনে ১৮ টি ওয়ার্ডের ২২ টি কেন্দ্রে ৬ জন নির্বাহী, ১জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য থাকবে। এছাড়া মাঠে ২ টির্ যাবের টিম, ২ পস্নাটুন বিজিবি ও কোষ্টগার্ড মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে ৩২ হাজার ২ শ’ ২৫ জন ভোটারের বিপরীতে ১০ জন চেয়ারম্যান প্রার্থী, ৬৮ জন সাধারন ইউপি সদস্য প্রার্থী ও ২৬ জন সংরক্ষিত নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।