September 25, 2023, 10:56 pm

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :

banner728x90

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সফলতার দাবি জেলেনস্কি’র

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সফলতার দাবি জেলেনস্কি’র

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তার বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ‘দ্রুত ও বড়’ ধরনের সফলতা অর্জন করেছে। এতে তারা চলতি সপ্তাহে রুশ বাহিনীর হাত থেকে ‘কয়েক ডজন’ গ্রাম পুনর্দখল করে নিয়েছে। খবর এএফপি’র।
সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিদিনের ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সেনাবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে দ্রুতগতিতে এবং দৃঢ়তার সাথে অগ্রসর হচ্ছে। তিনি আরো বলেন, তার সৈন্যরা পুনরায় দক্ষিণ ও পূর্বাঞ্চলে ‘কয়েক ডজন’ গ্রামের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।’
তিনি বলেন, খেরসন, লুগানস্ক ও দনেৎস্ক অঞ্চলের কিছু ভূখ- পুনর্দখল করা হয়েছে। রাশিয়ার অন্তর্ভূক্ত করার প্রশ্নে গত সপ্তাহে সেখানে গণভোট অনুষ্ঠিত হয়।
কিয়েভ ও পশ্চিমাবিশ্ব প্রহসনের এ গণভোটের নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপস্থাপন করা মানচিত্র অনুযায়ী, জেলেনস্কি ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলের আটটি গ্রামের কথা উল্লেখ করেন, যেখানে মস্কোর সামরিক বাহিনী ইউক্রেনের ব্যাপক পাল্টা অভিযানের মুখে বাধ্য হয়ে পিছু হটে।
জেলেনস্কি বলেন, ‘আমাদের সৈন্যরা থামবে না। আমাদের পুরো ভূখ- থেকে দখলদারদের বিতাড়িত করা এখন সময়ের ব্যাপার মাত্র।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!