January 27, 2023, 5:04 pm
নীলগঞ্জ ছাত্রলীগের কমিটি গঠন সভাপতি সুমন সম্পাদক সাইফুল
কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ এর এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছ।
এতে সভাপতি পদে রবি কিরন সুমন মিত্র ও মোঃ তাওহীদুল ইসলাম (সাইফুল)কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। সুমন ও সাইফুল আওয়ামী পরিবারের সন্তান।
গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার বলেন, ‘করোনায় যারা মানুষের পাশে ছিল, সাধারণ ছাত্রদের পাশে ছিল, যারা গত জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে নানাভাবে কাজ করেছে তাদের মধ্য থেকেই যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হয়েছে।
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যে যারা ত্যাগী, আওয়ামী পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবে তাদের নিয়েই সামনের কমিটিগুলো করা হবে।