December 4, 2023, 6:43 am
স্মার্ট গভর্নেন্স, সোসাইটি গড়তে হবে প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে স্থানীয় এমপি মহিব্বুর রহমান তার প্রধান অতিথির বক্তব্যে বলেন।
নীল রতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি।
ঐতিহ্যবাহী কলাপাড়া প্রেসক্লাবের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় ক্লাব চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীটির শুভ যাত্রা শুরু করা হয়। পৌর শহরে সংক্ষিপ্ত আকারে একটি শোভাযাত্রা বের হয়। এতে সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মনুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান এমপি,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার মেয়র ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু।
বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মঞ্জুরুল আলম, মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো, কালিম উল্লাহ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য দেবদাস মুখার্জি, নারী গণমাধ্যমকর্মী সালমা কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।
উপস্থিত ছিলেন কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়, রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি রাসেল কবির মুরাদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাতাব হাওলাদার, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি নুরুল আমিন, গণমাধ্যম কর্মী সৈয়দ রাসেল সহ অন্যান্য সকল সংগঠনের সংবাদ কর্মী, রাজনীতিবিদ ও সমাজকর্মীবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে দেশে স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট ইকোনোমি গড়ে তুলতে সকলের প্রতি অনুরোধ জানিয়ে সাংবাদিকদের একত্রিত হয়ে কাজ করতে বলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান।
আলোচনা সভা শেষে কেক কেটে কলাপাড়া প্রেসক্লাবের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীটি আরম্বরের সহিত উদযাপন করা হয়।