December 5, 2023, 3:28 pm

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে রেলী ও আলোচনা অনুষ্ঠিত কলাপাড়ায় ভাইস চেয়ারম্যানের উপর হামলা,আহত-২ নৌ বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কাজ করছে – নৌ-বাহিনী প্রধান কলাপাড়ায় নৌকা স্বতন্ত্রসহ ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা কলাপাড়ায় নৌকাসহ সাত প্রার্থীর মনোনয়ন জমা পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু কলাপাড়ায় ১৩৬ ভূমিহীন পরিবারেকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পটুয়াখালী-৪ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন অধ্যক্ষ মহিব রবিবার শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব মহিপুরে বিশ্ব মৎস্য দিবস পালিত

banner728x90

কলাপাড়ায় ডাক্তার-নার্সের অবহেলায় রোগীর মৃত্যুতে শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন অনুষ্ঠিত

কলাপাড়ায় ডাক্তার-নার্সের অবহেলায় রোগীর মৃত্যুতে শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন অনুষ্ঠিত

রাশেদ কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় ডাক্তার-নার্সের দায়িত্বে অবহেলায় রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিন ও সিনিয়র নার্স আসমা বেগমের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রোগীর স্বজন, এলাকাবাসী, আইনজীবী ও আইনজীবী সহকারীরা। সোমবার দুপুরের দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে আইনজীবী কল্যান সমিতির আয়োজনে মানববন্ধন ও সমাবেশে আইনজীবী সহকারী স্বপন সিকদারের মৃত্যুর সাথে জড়িতদের শাস্তি দাবি করা হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, গত ২১ ডিসেম্বর শ্বাস কস্টজনিত রোগে আক্রান্ত স্বপন সিকদারকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসক জেএইচ খান লেলিন রোগীকে দেখে তার মালিকানাধীন ডায়াগণষ্টিক সেন্টারে কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায়। সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসককে দেখালেও ডা. লেলিন উপযুক্ত ও সময়োপোযোগী সঠিক চিকিৎসা শুরু না করায় এক পর্যায়ে রোগী স্বপন বিনা চিকিৎসায় মারা যায়।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, সঠিক সময়ে চিকিৎসক চিকিৎসা শুরু করলে স্বপনের মৃত্যু হতো না। তারা এ জন্য চিকিৎসক লেলিন ও নার্স আসমাকে দায়ী করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও কলাপাড়া থেকে বদলীর দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সাইদুর রহমান সাইদ, জেড এম কাওসার, নুরুজ্জামান সিকদার, আইনজীবী সহকারী মো. এনামুল হক, আব্দুল হাই হাওলাদার, আবুল কালাম গাজী, হাফিজুর রহমান পনু প্রমুখ।
মানববন্ধন শেষে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মৃত স্বপনের চাচা আইনজীবী নুরুজ্জামান সিকদার। এসময় স্বপনের স্ত্রী মোসা. শিলা বেগম বলেন, তার শিশু সন্তান কোনদিনই বাবার আদর পাবে না। তার স্বামীকে যারা বিনা চিকিৎসায় মেরে ফেলেছে তাদের শাস্তির দাবি জানান। এসময় কলাপাড়ায় কর্মরত সিনিয়র আইনজীবি, আইনজীবী সহকারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
###
রাসেল কবির মুরাদ
তাং: ০৯.০১.২০২৩ ইং:
মোবা: ০১৭১২-৩৫২৫২৬।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!