September 25, 2023, 11:19 pm

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :

banner728x90

কুয়াকাটায় স্মরণকালের রেকর্ড সংখ্যক পর্যটকের ভীড়

কুয়াকাটায় স্মরণকালের রেকর্ড সংখ্যক পর্যটকের ভীড়

কুয়াকাটায় স্মরণকালের  অনেক বেশি  সংখ্যক পর্যটক ভীড় জমিয়েছেন সাগর পাড়ে।

নীল রতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী সাগর কন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় সরকারী তিন দিনের ছুটিকে কেন্দ্র করে  ভীড় জমিয়েছে রেকর্ড সংখ্যক পর্যটক। বৃহস্পতিবার বিকাল থেকেই এসকল পর্যটকদের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উল্লাসে মেতেছেন। অনেকে সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। অনেকে আবার তীরে বসে উপভোগ করছেন সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ। লক্ষাধিক পর্যটকের আগমনে বিক্রি বেড়েছে বিপনীবিতান থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বুকিং রয়েছে কুয়াকাটার সকল হোটেল-মোটেল। এদিকে পর্যটকের এমন ভীড়ে মুখর হয়ে উঠেছে লেম্বুর বন, শুটকি পল্লী ও গঙ্গামতি সহ সকল পর্যট স্পট। আগতদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে তৎপর রয়েছে প্রশাসন।

ঝিনুক বয়বসায়ী ছগির জানান, এই দুই সপ্তাহে আগের চেয়ে অনেক পর্যটক বেড়েছে, তার সাথে আমাদের দোকানে বিক্রিও বেড়েছে।

ব্যবসায়ী ইব্রাহিম জানান,আমরা আজকে পর্যটকদের বসার যায়গা দিতে পারছিনা। হোটেল-মোটেল অউনার এসোসিয়েশনর সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, এখন নাতিশীতোষ্ণ থাকায় ব্যপক পর্যটকের আগমন ঘটেছে, আমাদের হোটেল গুলোর বেশীরভাগ রুমই বুকিং রয়েছে।

পর্যটন পুলিশের ওসি হাসনাইন পারভেজ বলেন, আজকে আগের বেশী পর্যটক এসেছে। আমরা সবসময়ই পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, গত একমাস যাবৎ মহাসড়কে বাস,গাড়ি নিয়ে পর্যটকদের অনেক ঝামেলা পেয়াতে হয়েছে,তাই আমরা নতুন করে মাঠ পরিস্কার করে গাড়ি রাখার ব্যবস্থা করেছি এবং বাসষ্টানের কাজ তড়িৎ গতিতে চালাচ্ছি।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!