March 21, 2023, 7:07 pm
রাশেদ কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : মহিপুরে কারিতাস আইসিডিপি-রাখাইন প্রকল্পের উদ্যোগে করিতাস হলরুমে রবিবার বেলা ১১ টায় কলাপাড়ায় ৪৮ পরিবারের মাঝে ২০০০ টাকা করে জীবিকা সহায়তা, ১৬ জন এসএসসি ও এইচএসসি পরী¶াথীর মাঝে ১৫০০ টাকা করে পরী¶ার ফরমপুুরণের ফি, ১৬ জন ছাত্র/ছাত্রীর মাঝে ১২০০ টাকা করে শি¶াউপকরন ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মনিরুল ইসলাম, সাবেক সভাপতি মহিপুর প্রেস ক্লাব। সভাপতিত্ব করেন মি: মংমিয়া সমাজ উন্নয়ন কর্মকর্তা, মো: জামাল হোসেন মাঠকর্মকর্তা ও প্রয়াস ও কারিতাসের অন্যান্য সুবিধা ভুগিরা।