December 10, 2023, 5:39 am
নীল রতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি : দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তারই লীলা সঙ্গিনী রাধা ও তার সখীদের নিয়ে হোলি উৎসবে মেতে উঠেছিলেন। সেই দ্বাপর যুগ থেকে আজ কলি যুগ পর্যন্ত প্রতিবছর ফাল্গুন মাসের এই দোলপূর্ণিমা তিথিতে এই হোলি উৎসব পালিত হয়ে চলেছে।এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে হোলি উৎসব। মঙ্গলবার সকাল থেকেই কলাপাড়ার বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী জনবসতি এলাকায় ও মন্দির প্রাঙ্গন গুলোতে শুরু হয় এ উৎসব। এসময় ঢাকের শব্দ, উলুধ্বনী এবং ধর্মীয় রীতি-নীতির গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। পরে সনাতনীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আবির বা গুলালের রঙ দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলেন।