March 21, 2023, 2:00 am
শান্তনু হাওলাদার (মহিপুর প্রতিনিধি)
বরগুনা জেলার প্রানকেন্দ্র দক্ষিণ মনসাতলীতে অবস্থিত বরগুনা জেলার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মন্দির ও সেবাশ্রম। বুধবার বার ভোররাতে মঙ্গলঘট স্থাপনা, ও হরি চাঁদ গুরু চাঁদ ঠাকুরের বংশধর শ্রী শ্রী শিবু ঠাকুরের উপস্থিতির মধ্য দিয়ে এই অভিসার মতুয়া বারনীর শুভ সূচনা হয়।এই মতুয়া মন্দির ততকালীন সময় মতুয়ারত্ন ব্রহ্মচারী শ্রীমৎ কেশব পাগল যিনি দক্ষিণবঙ্গে মধুর হরি নাম বিলাতে এসে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ১৯৭২ খ্রী; থেকে ব্যাপক মতুয়া ভক্তদের উপস্থিতিতে অভিসার বারানী শুরু হয়। শ্রীমৎ কেশব পাগলের মৃত্যুর পরে, এই অভিসার বারানী ধরে রাখেন তাহারি ভক্ত ও বরগুনা মতুয়া মন্দিররে গদীসামেদ শ্রীমৎ রবি পাগল।তারই ধারাবাহিকতায় আজ ৫০ বছর পদার্পণ করছে। আর ৫০ বছর মানেই অভিসার বারনীর সুবর্ণ জয়ন্তী। বুধবার সকাল থেকেই দলে দলে ডাঙ্কা কাশি নিয়ে মতুয়া লক্ষাধিক ভক্তদের আগমন শুরু হয়। রাত ভর ডাঙ্কা কশি বাজিয়ে চলে কলি জীবের মুক্তি, শান্তি কামনা জন্য মহা হরি নাম অনুষ্ঠান ও মেলা । পরের দিন আগত সকল ভক্তেরাই ঐ মন্দিরে প্রসাদ গ্রহন অনুষ্ঠমধ্যদিয়েই সমাপ্তি ঘোষণা করা হয়