June 4, 2023, 3:51 am

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু কুয়াকাটায় সৈকত পরিচ্ছন্নতা অভিযান করলো রোলার স্কেটারা কুয়াকাটায় শুঁটকি বাজারজাতকরণে কর্মশালা অনুষ্ঠিত সরকারের ১ যুগের বেশি সময়ের উন্নয়ন চিত্র তুলে ধরে এমপি মহিবের সংবাদ সম্মেলন কলাপাড়ায় দারুল ইহসান ট্রাস্টের আয়োজনে রত্নাগর্ভা মা ও গুণিজন সংবর্ধনা আজ ২ নম্বর সতর্ক সংকেত মধ্য বঙ্গোপসাগর থেকে এগোচ্ছে প্রবল ঘূর্নিঝড় মোখা কলাপাড়ায় একই পরিবারের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। কুয়াকাটায় চাঁদাবাজি করতে গিয়ে ডিবি’র জালে ধরা পড়লো চায়না সিকো কোম্পানীর দোভাষী আমতলীতে সাড়ে ৪৬ কেজির মণ বন্ধ। চালু ৪০ কেজির মণ। কলাপাড়ায় মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

banner728x90

কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির নাথুরাম সভাপতি, আনোয়ার সম্পাদক

কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির নাথুরাম সভাপতি, আনোয়ার সম্পাদক

নীল রতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি :

কলাপাড়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট মি: নাথুরাম ভৌমিক ও সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে চৌকি আদালত বারভবনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু ও অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ সহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী বার ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে আইনজীবীদের গোপন ভোটে সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ২০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ পান ১৯ ভোট।

এছাড়া সভাপতি পদে অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. রাকিবুল আহসান মামুন এবং যুগ্ম-সম্পাদক পদে অ্যাডভোকেট মো. কামরুজ্জামান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।

এর আগে সকাল দশটায় উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির ভবনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু, অ্যাডভোকেট তপন কুমার ভৌমিক, অ্যাডভোকেট আ: সত্তার, অ্যাডভোকেট মো. সাইদুর রহমান, অ্যাডভোকেট মো. গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন খন্দকার, অ্যাডভোকেট মো. আবুল হোসেন, অ্যাডভোকেট জেড এম কাওসার, অ্যাডভোকেট মো. সুমন প্রমূখ। এসময় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের লিখিত হিসাব উপস্থাপন করেন বিদায়ী নেতৃবৃন্দ।এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নাথুরাম-আনোয়ার প্যানেল বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের প্রতির¶া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪, আসনের সংসদ সদস্য অধ্য¶ মো. মহিববুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি ও মহিলা আওয়ামী লীগের আহŸায়ক অধ্য¶ ফাতেমা আক্তার রেখা।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!