June 2, 2023, 4:10 am
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপল¶্যে সোমবার ১ মে সোমবার সকাল ৮ টায় স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদ¶িণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার ¯^পনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম সর্দারের স ালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্য¶ মো. মহিববুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্য¶ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্য¶ শহিদুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সাইদুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।