June 3, 2023, 11:26 am
কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটায় সংগ্রামের উদ্যোগে (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী)সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপু) বাংলাদেশের দ¶িণা লে পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ শুঁটকি উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের ব্যবস্হা গ্রহন উপ প্রকল্প। শনিবার ২০মে বেলা সাড়ে ১১ টায় কুয়াকাটা হোটেল মোহনা ইন্টারন্যাশনাল হল রুমে স্থানীয় শুটকি ব্যবসায়ী ও উদ্যোক্তা এবং সংবাদকর্মীরা এতে অংশ গ্রহণ করেন। পরিবেশে গত ছাড়পত্র প্রাপ্তি পদ্ধতির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সচেতনতামূলক সভায় প্রকল্প পরিচালক, এসইপি, সংগ্রাম মো. ইউসুফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, পটুাখালী কাজী সাইফুদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি কুয়াকাটা প্রেসক্লাব, নাসির উদ্দীন বিপব,প্রোজেক্ট কর্ডিনেটর, দিপক কুমার দাস, ফ্রেন্ডশিপ অফিসার,আসিফ ইকবাল অনীক,পরিবেশগত আলোচনায় পরিবেশ কমকর্তা,এসইপি,ওয়াশিম আকরাম আকাশ, সার্বিক তত্ত¡াবধানে রিপোটিং এএ ডকুমেন্টেশন অফিসার এসইপি সংগ্রাম, সজল যিত প্রমুখ। এছাড়াও কুয়াকাটা, আলীপুর-মহিপুরের শুটকি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান স ালনা করেন, টেকনিক্যাল অফিসার, এসইপি, সংগ্রাম রাজিব সরকার।