September 26, 2023, 11:47 pm

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :

banner728x90

পায়রা বন্দর প্রশাসন ও সহযোগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পায়রা বন্দর প্রশাসন ও সহযোগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীল রতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি : পটুয়াখালী পায়রা বন্দর প্রশাসন ও সহযোগীদের মধ্যকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বন্দরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের সদস্য রাজিব ত্রিপুরা, সদস্য জাহিদ হোসেন ও পায়রা বন্দরের ডেপুটি কাষ্টমস কর্মকর্তা হায়দার আলী।

এসময় জুমে যুক্ত হয়ে পায়রা বন্দরের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন খুলনা কাস্টমস কর্মকর্তা সফিউজ্জামন ও বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোশিয়েশনের স্টেকহোল সৈয়দ মোহাম্মদ আরিফ প্রমুখ।

সভায় পায়রা বন্দরের অপারেশন, বন্দর এলাকায় জেটি, স্থাপনা নির্মাণ ও ব্যবহারের বিষয়ক বিধি বিধান এজেন্ট অপারেটর তালিকাভুক্তি, শ্রমিক সরবরাহ বিষয়ক বিধি বিধান, বন্দরের সুযোগ সুবিধা ও বানিজ্যিক কার্যক্রম বৃদ্ধি বিষয়ে বিষদ আলোচনা করা হয়।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!