September 26, 2023, 11:43 pm

বিজ্ঞপ্তি:
সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন (www.bdvoice.news) বিডি ভয়েসে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ  করুন-01715653114 "ধন্যবাদ"
সংবাদ শিরোনাম :

banner728x90

মহিপুরে ২৪ ঘন্টার মধ্যে আত্মসাৎকৃত ১০ লক্ষ টাকা সহ অভিযুক্ত গ্রেপ্তার

মহিপুরে ২৪ ঘন্টার মধ্যে আত্মসাৎকৃত ১০ লক্ষ টাকা সহ অভিযুক্ত গ্রেপ্তার

নীল রতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি : মহিপুর মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে ৮০ ল¶ টাকার মাছ নিয়ে পালিয়ে যাওয়া পাইকার নিলয় পারভেজ বাবলু কে মামলা দায়ের এর ২৪ ঘন্টার মাথায় গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার ৬ সেপ্টেম্বর বেলা ১০টায় ১০ লক্ষ ৫০ হাজার নগদ টাকা সহ ঢাকার ফার্মগেটের সুকতারা আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে মহিপুর থানার এসআই রাসেল সরদারের নেতৃত্বাধীন থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত মাছ ব্যবসায়ী বাবলু সাত¶ীরার কলরোয়ার আবজাল হোসেনের ছেলে।

এর আগে মহিপুর মৎস্য বন্দর থেকে মাছ ১৬ জন আড়ত মালিকদের কাছ থেকে প্রায় ৮০ ল¶ টাকার মাছ নিয়ে পালিয়ে যায় বাবলু। পরে স্থানীয় আড়ত মালিক মিজান প্যাদা বাদি হয়ে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহিপুর থানাুুয় একটি মামলা দায়ের করেন।

আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং-এ মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:ফেরদৌস আলম খাঁন বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং চৌকস অফিসারের সমš^য়ে তার গতিবিধি এবং অবস্থা সনাক্ত করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি বাবলু এখানকার ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল বিমল কৃষ্ণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত এখানে লিখুন




banner728x90

banner728x90




banner728x90

© বিডি ভয়েস নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY Next Tech
Translate »
error: Content is protected !!