December 10, 2023, 3:22 am
নীল রতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি : কলাপাড়ায় সেবা ও উন্নতির, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। রেলীটি পৌর শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ শেষে শেখ কামাল স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অলহাজ্ব মাহবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন।
এ রেলী ও আলোচনা সভায় কলাপাড়া উপজেলা ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সবার শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।