December 4, 2023, 6:12 pm
নীল রতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি \
পটুয়াখালীর কুয়াকাটায় আলী হায়দার নামে এক জেলের ইলিশের জালে ধরা পড়েছে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। ওই জেলে বেলা ১১ টার দিকে কুয়াকাটা মেয়র মার্কেটের তামান্না ফিস আড়তে মাছটি নিয়ে আসেন। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ। পরে নিলামের মাধ্যমে এক হাজার একশত পঁচিশ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় ফরাজী ফিসের মালিক শাহাবুদ্দিন মাছটি কিনে নিয়েছেন।
ফরাজী ফিসের ¯^ত্তাধিকারী শাহাবুদ্দিন বলেন, এই পাঙাশটা মূলত বঙ্গোপসাগরে খুঁটা জালের জেলে আলী হায়দারের ইলিশের জালে ধরা পরেছে। মাছটি ১ হাজার ১২৫ টাকা কেজি দরে আমি ক্রয় করেছি। মাছটি আমি ঢাকায় পাঠাবো। আসা করছি ভালো লাভে বিক্রি করতে পারবো।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় মাছের প্রজনন বৃদ্ধিতে মৎস্য বিভাগ নদী ও সাগরে অভিযান পরিচালনা করেছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করছি জেলেদের জালে ইলিশসহ বিভিন্ন প্রজাতির আরও বড় বড় মাছ ধরা পড়বে। এতে জেলেদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।