December 7, 2023, 3:30 am
কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবসে এবারের প্রতিবাদ্য ছিল ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত।
রবিবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্নাঢ্য শোভা যাত্রা শহর প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারী, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এ শোভা যাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রা শেষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিতেত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: জিহাদ হোসেন প্রমূখ।