December 5, 2023, 2:26 pm
নীল রতন কুন্ডু নিলয়, বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল সরদার হত্যায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীর ও ¯^জনরা। শনিবার ২১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকাবাসী মো. বাচ্চুগাজী, মো.ফারুক গাজী, নিহত সাইদুল সরদারের শ্বশুর মো. সেলিম মুন্সী, বোন মোসা. কোহিনুর বেগম, মোসা. তাজুলুল বেগম, স্ত্রী কাকলী বেগমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, সাইদুল হত্যার একমাস পেরিয়ে গেলেও হত্যা রহস্য উদঘাটনে পুলিশের প¶ থেকে কোন ধরনের তৎপরতা পরিল¶িত হয়নি। এই দীর্ঘ সময়েও খাদিজা ব্যাতিত একজন আসামিও গ্রেফতার হয়নি। এটাকে প্রশাসনিক দূর্বলতা হিসেবে দেখছেন তারা। তারা আরও বলেন, পুলিশ চাইলে এতোদিনে হত্যাকান্ডে জরিত সকল আসামিকে গ্রেফতার করতে পারতো। অপরাধীরা গ্রেফতার না হওয়ায় বর্তমানে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
বক্তব্যে নিহতের স্ত্রী কালকি বেগম অভিযোগের তীর ছুড়েছেন সরাসরি সাইদুলের ছোট স্ত্রী খাদিজার দিকে। তিনি কান্নাজরিত কন্ঠে বলেন, ওই খাদিজা আমার ¯^ামীকে হত্যা করিয়েছে ও সব জানে ওকে রিমান্ড দিলেই সব কিছু বেরিয়ে আসবে। আমি ওর ফাঁসি চাই, ও আমার ৩ টা বাচ্চা এতিম বানাইছে, আমারে বিধবা করছে, আমার সন্তানরা এখন কার কাছে আশ্রয় নিবে ? অপর দিকে সাইদুলের বোনেরা বলেন, আমার ভাই শান্ত মানুষ ছিলো, তার কোন শত্রæ ছিলোনা। একমাত্র ওই ছোট বউ খাদিজার কারনে আজকে আমার ভাই নির্মমভাবে খুন হয়েছে।
সাইদুল হত্যা মামলার মোসা. আনোয়ারা বলেন, ঘটনার দিন সাইদুলের ঘরে গিয়ে তার ছোট স্ত্রী খাদিজাকে রান্না ঘরের পাশে দাড়ানো দেখতে পাই। এরপর তাকে নিয়ে দোতলার ঝাপ খুলে উঠে সাইদুলকে হাতপা বাধা অবস্থায় দেখি। তখন বাড়িতে আর কেউ ছিলো না।
মানববন্ধন থেকে সর্বশেষ আসামিকে দ্রুত গ্রেফতারে প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন ¯^জনসহ এলাকাবাসীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে সকলকে পাশে থাকার আহŸান জানান তারা।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে হাতপা বেঁধে ধারালো অস্ত্রদিয়ে সাইদুল সরদার (৩৫)কে খুন করে দূর্বৃত্তরা। এরপর তার ভাই মো. শাহজালাল বাদি হয়ে আদালতে মামলা করেন। নিহত সাইদুল একই গ্রামের মৃত: তৈয়ব আলী সরদারের ছেলে।