December 4, 2023, 1:01 pm
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উদ্যোগে রবি কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ মৌসুমে ৪,২৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে ৪,২৪৫ জন প্রান্তিক কৃষককে গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, সয়াবিন, খেসারি ডাল ও মুগ ডালের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। দেশের খাদ্য শস্যের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগকে প্রান্তিক কৃষকরা ¯^াগত জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ. আর. এম সাইফুল্লাহ , সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, টিয়াখালী ইউ.পি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা। অনুষ্ঠান স ালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।