March 22, 2023, 12:45 am
বিডি ভয়েজ,কলাপাড়া ঃ পটুয়াখালী-৪, কলাপাড়ার সাবেক এম.পি ও ডিডিসি (জেলা উন্নয়ন সমন্ময়কারী), জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসন’র ২৬ মার্চ মঙ্গলবার ১৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার রুহের মাগফিরাতের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে কলাপাড়া পৌরশহরের প্রতিটি মসজিদ, এতিমখানা ও কাউয়ারচর তার জন্মস্থান ধূলাসার ইউনিয়নের প্রতিটি মসজিদ, মহিপুর ও রাঙ্গাবালী থানা এবং ঢাকার সেগুন বাগিচার বাস ভবনে কোরআনখানী, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য তিনি ১৯৬৮ সালে পাকিস্তান এয়ারফোর্স-এ যোগদান করেন এবং পরবর্তীতে ১৯৭১ সালের এপ্রিলে ৯নং সেক্টরে মেজর জলিলের অধীনে মুক্তিযোদ্ধা সমন্বয়ক হিসেবে আমতলী ও কলাপাড়া থানায় মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য তিনি ২০০২ সালের আজকের এই দিনে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।